পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারাল ভারত, ভালো শুরু বাংলাদেশের
ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ রক্ষার ম্যাচে আজ মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক শান্ত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৫ রান। নিতিশ কুমার ৭ রান এবং রিঙ্কু সিং ৪ রানে ব্যাট করছেন।
বুধবার (৯ অক্টোবর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই।
৭ বলে ১০ রান করে তাসকিনের প্রথম শিকার হন স্যামসন। তৃতীয় ওভারে ১১ বলে ১৫ রান করে অভিষেক শর্মাকে বোল্ড আউট করেন তানজিম সাকিব। এরপর নিতিশ কুমারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব।
তবে পিচে বেশিক্ষণ টিকতে পারেননি এই ভারতীয় অধিনায়ক। ষষ্ঠ ওভারে মোস্তাফিজের কাটারে পরাস্ত হন সূর্যকুমার (৮)। এরপর নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গ দেন রিঙ্কু সিং। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৫ রান তুলতে পারে ভারত।
আরটিভি/ এমএসআর
মন্তব্য করুন