• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

টাইগারদের টানা দুই হারে টি-টোয়েন্টি সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ২৩:০০
বাংলাদেশ-ভারত
ছবি-এএফপি

ভারতের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজেও পাত্তা পাচ্ছে না বাংলাদেশ। কারণ, প্রথম টি-টোয়েন্টি পর দ্বিতীয় অর্থাৎ সিরিজ রক্ষার ম্যাচেও হার্দিক-সূর্যকুমারদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারেনি সফরকারীরা। দিল্লিতে বাংলাদেশকে ৮৬ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। এতে টেস্টের পর এক ম্যাচ হাতে থাকতেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

বুধবার (৯ অক্টোবর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২২২ রানের বড় লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে টাইগাররা। এতে ৮৬ রানের জয় পায় ভারত।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে ১২ রান তুলে শুরুটা ভালোই করেছিল টাইগার ওপেনার পারভেজ ইমন। তবে তা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ১২ বলে ১৬ রান করে ইমন আউট হলে ১১ রান করে তাকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত।

এদিন ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার লিটন দাস। ১১ বলে ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। ২ রান করে হৃদয় আউট হলে দলীয় ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর মিরাজ (১৬), জাকির আলী (১), রিশাদ হোসেন (৯) এবং তানজিম সাকিব ৮ রানে আউট হন। কিন্তু এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৯ বলে ৪১ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটার। ততক্ষণে ম্যাচ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত মোস্তাফিজুর রহমানের ১ রান এবং তাসকিন আহমেদের অপরাজিত ৫ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলতে পারে টাইগাররা। এতে ৮৬ রানের জয় পায় ভারত।

ভারতের হয়ে বরুণ চক্রবর্তী এবং নিতিশ কুমার রেড্ডি দুটি করে উইকেট নেন। এ ছাড়াও আর্শদ্বীপ সিং, ওয়াসিংটন সুন্দর, অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব এবং রিয়ান পরাগ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা এবং সাঞ্জু স্যামসন। তবে ইনিংস বড় করতে পারেননি কেউই। ৭ বলে ১০ রান করে স্যামসন আউট হলে ১১ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন অভিষেক শর্মা।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ৮ রান করে আউট হন তিনি। এরপর রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে রান তুলতে থাকেন নিতিশ কুমার রেড্ডি। ২৭ বলে ফিফটি তুলে নেন তিনি। ৩৪ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্যাচ আউট হন এই ব্যাটার।

অপর প্রান্তে ২৬ বলে ফিফটি তুলে নেন রিঙ্কু সিং। ২৯ বলে ৫৩ রান করে রিঙ্কু আউট হলেও ব্যাট চালাতে থাকেন হার্দিক পান্ডিয়া। শেষ দিকে ৬ বলে ১৫ রান করে রিয়ান পরাগ আউট হলে ১৯ বলে ৩২ রান করে তাকে সঙ্গ দেন পান্ডিয়া। শেষ পর্যন্ত বরুণ চক্রবর্তী (০) এবং আর্শদ্বীপ সিং ৬ রানে আউট হলে ৯ উইকেট হারিয়ে ২২১ রানের বড় পুঁজি পায় ভারত।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি মিশনগুলোতে কূটনীতিকরা কে কোথায় দায়িত্ব পাচ্ছেন
পোশাক রপ্তানিতে ঢাকার সিদ্ধান্তে দিল্লির মাথায় হাত
আফগানিস্তান সিরিজে দল ঘোষণার পর ৩ ক্রিকেটারের রহস্যময় পোস্ট
প্রেসিডেন্ট যেই হোক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস সচিব