• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

চমক দিয়ে বিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ অক্টোবর ২০২৪, ২০:১২
সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট। তার আগেই একের পর এক তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চমক দেখিয়ে যাচ্ছে চিটাগং কিংস। সবশেষ দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাকিবকে দলে নেওয়ার তথ্যটি নিশ্চিত করেছে চিটাগং কিংস।

এবারের আসরে মোট ১২জন ক্রিকেটারকে ‘এ’ ক্যাটাগরিতে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবার প্রথমে রয়েছে টি-টোয়েন্টি থেকে সদ্য অবসর নেওয়া সাকিব আল হাসান।

‘এ’ ক্যাটাগরিতে সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।

সাকিব ছাড়াও ইতোমধ্যে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলি ও শ্রীলঙ্কার অভিজ্ঞ তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে চুক্তি করেছে চিটাগং। এরপর পাকিস্তানের হায়দার আলির সঙ্গেও কথাবার্তা পাকা করে রেখেছে বন্দরনগরীর দলটি।

দেশি ক্রিকেটারদের মধ্যে শরিফুল ইসলামকে দলে নিয়েছে চিটাগং কিংস। গত আসরে তিনি খেলেছেন দুর্দান্ত ঢাকার হয়ে, যাদের হয়ে এক ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন। গুঞ্জন রয়েছে এই দলে লিটন দাসও যুক্ত হতে পারেন!

প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কী দেখে বিপিএলে ক্যাটাগরি নির্ধারণ করা হয়, প্রশ্ন ইমরুলের
বিপিএলে তানজিদ তামিমের দল পরিবর্তন
মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে সাকিবের ইচ্ছা নিয়ে ক্ষোভ, ছবিতে জুতাপেটা
বিপিএলের ড্রাফটে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন ও শাকিব খান