• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

রিশাদের এক ওভারে পাঁচ ছক্কা, স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ অক্টোবর ২০২৪, ২০:৪৬
বাংলাদেশ-ভারত
ছবি-এএফপি

ভারতের বিপক্ষে কোনো ভাবেই যেনও ছন্দে ফিরতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা টাইগার বোলাররা স্যামসন-সূর্যকুমারদের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছে না। তৃতীয় ম্যাচে এক ওভারে পাঁচটি ছক্কা হজম করে ৩০ রান খরচ করেছেন রিশাদ হোসেন। সেই সুবাদে ৪১ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন সাঞ্জু স্যামসন।

শনিবার (১২ অক্টোবর) হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ৪ বলে ৪ রান করে তানজিম সাকিবের প্রথম শিকার হন অভিষেক শর্মা। কিন্তু সূর্যকুমারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ওপেনার সাঞ্জু স্যামসন। ২২ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ব্যাটার।

সেই সঙ্গে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন তিনি। ১০তম ওভারে রিশাদ হোসেন বলে আসলে ৫ ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান স্যামসন। ৪১ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত ৪৭ বলে ১১১ রান করে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ আউট হন এই ভারতীয় ওপেনার।

আরটিভি/ এমএসআর

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেরাইনের দুর্দান্ত সেঞ্চুরি, ২০০ রানের লিড নিয়ে অলআউট দক্ষিণ আফ্রিকা
ডাবল সেঞ্চুরিতে গরিবের পাঙাশ, মেজাজ হারাচ্ছেন ক্রেতারা
১৫ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল
মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরির পর লাঞ্চ বিরতিতে বাংলাদেশ