পেরুকে ৪–০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা

খেলা ডেস্ক

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১০:২৫ এএম


পেরুকে ৪–০ গোলে হারাল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা
ছবি : গেটি ইমেজ

ব্রাসিলিয়ায় বাংলাদেশ সময় আজ (বুধবার) সকালে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া দুটি গোল করেছেন পেনাল্টি থেকে। তার জোড়া গোলের পর ব্রাজিলের তৃতীয় ও চতুর্থ গোলটি করেছেন আন্দ্রেয়াস পেরেইরা ও লুইজ হেনরিক।

ব্রাজিলকে প্রথম গোলের জন্য টানা ৩৮ মিনিট অপেক্ষা করতে হয়। পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানো পেনাল্টি বক্সে ব্রাজিলের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে হ্যান্ডবল করেন। ভিএআরের সঙ্গে লম্বা আলোচনার পর মনিটরে ফুটেজ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বার্সেলোনা তারকা রাফিনিয়া দারুণ এক পেনাল্টি নিয়ে এগিয়ে দেন দলকে।

বিজ্ঞাপন

ব্রাজিল দ্বিতীয় গোলটি পায় ৫৪ মিনিটে। এবারও পেনাল্টি, এবার গোলদাতা রাফিনিয়া, এবারও পেরুর খলনায়ক সেই জামব্রানো। এবার অবশ্য হ্যান্ডবল নয়, রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়েছেন সাভিনিওকে ফাউল করায়।


১০ ম্যাচে  সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। ১০ দলের দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। আন্ত-মহাদেশীয় প্লে-অফ খেলে সুযোগ পেতে পারে সপ্তম দলটিও।

তবে সেলেসাওদের তৃতীয় গোলটি ছিল অসাধারণ। ম্যাচের বয়স তখন ৭১ মিনিট, ডান পাশ থেকে ক্রস করেন লুইস হেনরিক। দুর্দান্ত এক সিজার-কিক ভলিতে গোল করেন পেরেইরা। ব্রাজিলের জার্সিতে নয় ম্যাচে ফুলহাম মিডফিল্ডারের এটি দ্বিতীয় গোল।

বিজ্ঞাপন

৩ মিনিট পরে হেনরিক নিজেই গোল করেন। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন বোতোফোগোর উইঙ্গার। ব্রাজিলের জার্সিতে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন ২৩ বছর বয়সী ফুটবলার।

আরটিভি/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission