• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন হেড কোচ ফিল সিমন্স

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১৬ অক্টোবর ২০২৪, ১২:৩০
ফিল সিমন্স
ছবি- বিসিবি

নানান আলোচনা-সমালোচনার পর অবশেষে চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বরখাস্তের ২৪ ঘণ্টা না পার হতেই শান্ত-লিটনদের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন নতুন হেড কোচ ফিল সিমন্স।

বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে সিমন্স অধ্যায় শুরু করবে টাইগাররা।

জানা গেছে, দুই টেস্টের সিরিজ খেলতে আজ সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে প্রোটিয়ারা। একই ফ্লাইটে ঢাকায় চলে এসেছেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ ফিল সিমন্সও।

দুবাই থেকে কানেক্টিং ফ্লাইট নেয় দক্ষিণ আফ্রিকা দল। সিমন্স ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে সেখানে তাদের সঙ্গে যোগ দেন। দীর্ঘ ভ্রমণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বেশ ক্লান্ত হয়ে গেলেও বিমানবন্দরে বেশ হাসিখুশি দেখা যায় ফিল সিমন্সকে।

ভ্রমণ ক্লান্তি কাটিয়ে বৃহস্পতিবার জাতীয় দলের প্র্যাকটিস সেশনে যোগ দেবেন টাইগারদের নতুন হেড কোচ।

এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে হাথরুসিংহেকে শোকজ এবং বরখাস্ত করার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আরটিভি/এমএসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরামকো তিনবার বাংলাদেশে এলেও স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে, হেফাজতে নিলো বিজিবি
বিএনপির শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে: প্রিন্স
বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি