• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

আবারও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হলেন পাকিস্তানের মুশতাক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ অক্টোবর ২০২৪, ১২:৫২
সংগৃহীত ছবি

আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এতে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে ফিরছেন সাবেক পাকিস্তানি লেগ স্পিনার মুশতাক আহমেদ।

শনিবার (১৯ অক্টোবর) বিসিবির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। এদিন বাংলাদেশ দলের অনুশীলনে মুশতাককে দেখা যায়। নতুন প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে লম্বা সময় কথা বলতেও দেখা গেছে তাকে।

জানা গেছে, চলতি বছরের এপ্রিলে মুশতাক আহমেদকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ পাকিস্তান সফর পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। চুক্তির মেয়াদ না থাকায় তাকে ভারত সফরে দেখা যায়নি।

মুশতাকের ফেরার বিষয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি হয়েছে কি না, এখনই এটা বলতে পারছি না। তবে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুরো সিরিজে দলের সঙ্গে থাকবেন।

ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, তার সঙ্গে আমাদের কথা ছিল তার প্রাইয়োর কমিটমেন্ট না থাকলে বিভিন্ন সময়ে আসবে। সেই হিসেবেই এই সিরিজটা আপাতত থাকছেন তিনি।

আরটিভি/এসএপি-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি বছর দেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না মুশফিকের
এনসিএল দেখতে সিলেটে যাচ্ছেন হেম্প
নিলামের আগে আইপিএলের দলগুলোকে যে বার্তা দিলো বিসিবি
৮ ক্রিকেটারসহ ৯ জন নিষিদ্ধ