• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

রাত পোহালেই মাঠে গড়াবে মিরপুর টেস্ট, পরিসংখ্যানে এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ২৩:৪০
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
ছবি- বিসিবি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে গত ১৬ অক্টোবর ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা দল। রাত পোহালেই সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টে মাঠে নামবে দুই দল। এই ম্যাচ দিয়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট জয়ের খরা কাঁটাতে চায় টাইগাররা।

সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

এ ছাড়াও রয়েছে চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার হিসাব-নিকাশ। তাই দুই টেস্ট থেকে পূর্ণ ২৪ পয়েন্ট পাওয়ায় মূল লক্ষ্য দুই দলের। ঘরের মাঠে হওয়ায় ফেভারিট হিসেবেই মাঠে মাঠে নামবে টাইগাররা। কিন্তু পরিসংখ্যানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।

এখন পর্যন্ত ১৪টি টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সেখানে ১২টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্ট ড্র হয়েছে। ফলে টেস্ট ক্রিকেটে তাদের বিরুদ্ধে এখনও জয় পায়নি বাংলাদেশ।

দুই দলের টেস্ট সিরিজে সর্বোচ্চ রান দক্ষিণ আফ্রিকার। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম টেস্টে ৭ উইকেটে ৫৮৩ রান করেছিলো প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান ৩২৬।

উল্লেখ্য, সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা। ৯ বছর পর আবারও লাল-সবুজের গালিচায় পা রেখেছে প্রোটিয়ারা।

আরটিভি/এসআর


মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশে ‘ভুলভুলাইয়া থ্রি’ মুক্তিতে যে শর্ত মানতে হচ্ছে
লেবানন থেকে প্রথম দফায় ফিরলেন ৫৪ বাংলাদেশি
আমাদের দেশে অনেকে আছে ‘ট্রল’ হতে হতে স্টার হয়ে গেছে: তাইজুল
সাকিবের সঙ্গে নিজের পার্থক্য বর্ণনা করলেন তাইজুল