• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

দিনের শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১০:১৯
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
ছবি-সংগ্রহীত

মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল টাইগাররা। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরেছেন এই দুই ক্রিকেটার। ব্যর্থ হয়েছেন লিটনও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছে বাংলাদেশ। জাকির আলি০ রান এবং মেহেদী হাসান মিরাজ ০ রানে ব্যাট করছেন।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু তিনের পঞ্চম ওভারে তাদের আউট করেন প্রোটিয়া পেসার রাবাদা।

৯২ বলে ৪০ রান করে আউট হন জয় এবং ৩৯ বলে ৩৩ রান করে জয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটনও। মাত্র ৭ রান করে আউট হন তিনি। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলতে পেরেছিল ১০১।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ অক্টোবর)
মুশফিককে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া চমৎকার সিদ্ধান্ত: জন ড্যানিলয়েচ 
লেবানন থেকে এখন পর্যন্ত ফিরলেন ১৫০ বাংলাদেশি
ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ