রোনালদোকে দেখতে সাইকেলে ১৩ হাজার কিমি পাড়ি দিলেন চীনাভক্ত
ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ প্রায় শেষের পথে। তবুও ফুটবল ইতিহাসের সেরা এই ফুটবলারকে সামনে থেকে দেখতে সমর্থকদের পাগলামির কমতি নেই। ম্যাচ চলাকালীন সময়ে তাকে একনজর দেখতে কিংবা একটি সেলফি তুলতে ভক্তদের ঝুঁকি নিয়ে মাঠে ঢুকে পড়ার ঘটনা প্রতিনিয়তই ঘটে থাকে।
তবে পর্তুগিজ এই সুপারস্টারকে দেখতে তার এক চীনা ভক্ত যা করে দেখালেন, তা আগে কেউ করেননি। রোনালদোর সঙ্গে দেখা করতে ৬ মাস ২০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের পর ‘সিআর সেভেন’-এর সঙ্গে দেখা করেন সেই ভক্ত। বিমান ভাড়া না থাকায় সড়কপথে সাইকেল চালিয়ে সৌদি আরবে গিয়েছেন সেই চীনা নাগরিক। এতে ৬ মাস ২০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি।
এক্সে (টুইটার) ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, রোনালদোর সেই চীনা ভক্ত একটি সাইকেল নিয়ে অপেক্ষায় করছেন। সে সময় তার সাইকেলে আল নাসরের জার্সিসহ নানা জিনিসপত্রের সঙ্গে একটি বড় কাগজও ছিল।
ফেস্টুন মতো বড় সাইজের কাগজটিতে লেখা, ১৩ হাজার কিলোমিটার, ৬ মাস ২০ দিন। আমি চীন থেকে এখানে এসেছি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করতে।
এ ছাড়াও আরও কিছু ছবিতে রোনালদোকে সেই ভক্তের সঙ্গে দেখা করে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা গেছে। আর ছবিগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, সৌদি ক্লাব আল আসরের হয়ে খেলছেন রোনালদো। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। গত মাসেই ক্লাব ফুটবলে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন রোনালদো।
আরটিভি/এসআর/এআর
মন্তব্য করুন