• ঢাকা বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১
logo

বৃষ্টি বাধা পেরিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৫:০২
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
ছবি-বিসিবি

মিরপুর টেস্টে তৃতীয় দিনের শুরু থেকেই আকাশে মেঘ থাকলেও দ্বিতীয় সেশনের ১৭তম ওভারে হানা দেয় বৃষ্টি। গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও চা বিরতি এবং মাঠ প্রস্তুত করতে সময়ে লেগে যায় প্রায় এক ঘণ্টা। যার ফলে আম্পায়াররা মাঠ পরির্দশন শেষে খেলা শুরুর সময় নির্ধারণ করেন বিকেল ৩টা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান তুলেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ রানে ৭৭ এবং নাঈম ১২ রানে ব্যাট করছেন। এতে ৬৫ রানের লিডে রয়েছে বাংলাদেশ।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। এই দুইজনের ব্যাটে ভর করে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল টাইগাররা। কিন্তু তিনের পঞ্চম ওভারে তাদের আউট করেন প্রোটিয়া পেসার রাবাদা।

৯২ বলে ৪০ রান করে আউট হন জয় এবং ৩৯ বলে ৩৩ রান করে জয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটনও। মাত্র ৭ রান করে আউট হন তিনি। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।

এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে গড়েছেন পঞ্চাশউর্ধ্ব জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আর ৯৪ বলে ফিফটি তুলে নেন মিরাজ।

জাকের ও মিরাজের ৯০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের বাধা টপকে লিডে পা রাখে বাংলাদেশ। ১০২ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন জাকের। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১১১ বলে ৫৮ রানের ইনিংস লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। এতে ছন্দ হারায় টাইগাররা।

অষ্টম উইকেটে মিরাজকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মিরাজ। কিন্তু বাংলাদেশের ইনিংসের ৮০তম ওভারে হানা দেয় বৃষ্টি। যার ফলে বন্ধ রয়েছে খেলা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে ত্রিশ মিনিট এগিয়ে ২টা ১০ মিনিটে দেওয়া হয় চা বিরতি। সব ঠিক থাকলে ২টা ৪০ মিনিটে হওয়ার কথা ছিল এই বিরতি। বৃষ্টির বাঁধা কাটিয়ে ৩টার সময় মাঠে নেমেছে দুই দল।

উল্লেখ্য, মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলতে পেরেছিল ১০১।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ অক্টোবর)
ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব জায়গায় টানা বৃষ্টির আভাস
লেবানন থেকে এখন পর্যন্ত ফিরলেন ১৫০ বাংলাদেশি
ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ