• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

ফাইনালে উঠতে যে সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৭ অক্টোবর ২০২৪, ১৩:৫২
ভারত
ছবি- বিসিসিআই

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ দুটি চক্রে ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি ভারত। এবারও ফাইনালের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রোহিত-কোহলিরা। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের বিপাকে পড়েছে আকাশী-নীলরা। ফাইনালে উঠতে হলে মেলাতে হবে কঠিন সমীকরণ।

সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে বেঙ্গালুরু ও পুনেতে স্পিনবান্ধব উইকেট তৈরি করেছিল ভারত। কিন্তু নিজেদের ফাঁদেই ধরা পড়েছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টে কিউইদের বিপক্ষে ভারতকে জিততে হতো ৩৫৯ রানের লক্ষ্য পেরিয়ে। তবে রোহিত শর্মার ১১৩ রানে হেরে ঘরের মাঠে সিরিজ খোয়াল এক যুগ পর।

এতে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রাখলেও, ফাইনালে ওঠা নিয়ে সমীকরণের মারপ্যাঁচে পড়েছে ভারত। বর্তমানে তাদের পয়েন্ট ৬২.৮২ শতাংশ। মুম্বাইয়ে শেষ টেস্টেও নিউজিল্যান্ডের কাছে হারলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে যাবে।

এরপর মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। ফাইনালে উঠতে হলে যেখানে কমপক্ষে ৩-২ ব্যবধানে জিততে হবে ভারতকে। এ ছাড়াও কিউইদের হারাতে হবে সিরিজের শেষ টেস্টে। আগামী ১ নভেম্বর থেকে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচটি শুরু হবে।

সুতরাং, নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারলে বড় বিপদে পড়ে যাবে ভারত। পয়েন্ট টেবিলে দুইয়ে তো নামবেই, সঙ্গে শঙ্কা তৈরি হবে ফাইনাল নিয়েও। কারণ, তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল সিরিজ জিতলেই হবে না, ৪-০ ব্যবধানে বর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে এই সমীকরণ মেলানো অনেকটাই কঠিন।

আগামী ২২ নভেম্বর থেকে দুই দল মুখোমুখি হবে পাঁচ টেস্টের সিরিজে। সেই সমীকরণ না মেলাতে পারলে ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। অর্থাৎ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা পয়েন্ট খোয়ালে ভারত টানা তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন ভারতের ৩১ জেলে
সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক
বাগেরহাট কারাগার থেকে মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের
ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার