• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

অবশেষে ব্যালন ডি’অর ইস্যুতে মুখ খুললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৩:০৭
ভিনিসিয়ুস
ছবি-এএফপি

২০২৪ ব্যালন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যমগুলো কয়েকমাস আগে থেকে খবর প্রকাশ করতে থাকে এবারের ব্যালন ডি’অর উঠতে যাচ্ছে ভিনির হাতে। সেই সঙ্গে ফুটবল বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না ভিনি।

তাই সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে যোগ দেননি রিয়াল মাদ্রিদের কেউই। সেখানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর।

এই ঘটনার পর সমালোচনার ঝড় বয়ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ভক্ত থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে ভিনির পাশে দাঁড়িয়েছে তার সতীর্থরাও। এবার নিজের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বলেছেন গত মৌসুমে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জেতা ভিনিসিয়ুস।

ব্যালন ডি’অর না পাওয়ায় অনেকটা আক্ষেপে পুড়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে ভিনি লিখেছেন, এটা (ব্যালন ডি’অর) পেতে হলে আমাকে ১০ গুণ ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিয়ুস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৫ গোল করেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ভিনি।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে আটক চার আর্জেন্টাইন ফুটবলার
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে রিয়াল
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮