• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ার ঘটনায় হেরে গেছে ফুটবল: রিচার্লিসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৩:৩০
ভিনিসিয়ুস
ছবি-এএফপি

২০২৪ ব্যালেন ডি’অর ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেই সঙ্গে ফুটবল বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন তাকে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না তিনি।

তাই সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে যোগ দেননি রিয়াল মাদ্রিদের কেউই। সেখানে রদ্রির হাতে তুলে দেওয়া হয় এবারের ব্যালন ডি’অর।

তবে ভিনিসিয়ুসের ব্যালেন ডি’অর না পাওয়ায় ফুটবল হেরে গেছে মনে করেন তার জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

রিচার্লিসন লিখেছেন, ভিনির ব্যালন ডি’অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি।

এ ছাড়াও টনি ক্রুস, ভালভার্দে, চুয়ামেনি এবং কামাভিঙ্গারা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভিনির পাশে থাকার কথা জানিয়েছেন।

রিয়ালের উরুগুয়ে মিডফিল্ডার ফেদে ভালভার্দে লিখেছেন, কোনো পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরেও। ভালোবাসি ভাই।

ফরাসি মিডফিল্ডার চুয়ামেনি লিখেছেন,তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই। তুমি বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিয়ুস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৫ গোল করেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ভিনি। তারপর ব্যালেন ডি’অর পুরস্কার জেতা হলো না এই তারকা ফুটবলারের।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা
৯২ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা সৌদির
পিন্টুর নামে গ্যালারির নামকরণ প্রসঙ্গে সরকারের সঙ্গে কথা বলবেন তাবিথ আউয়াল