• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বিসিবির সভা বুধবার, আসতে পারে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৬:২৫
বিসিবি
ছবি- বিসিবি

রাজনৈতিক পালাবদলের পর বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর ব্যস্ত সময় পার করছেন বোর্ড পরিচালকরা। এর মধ্যেই পরিচালকদের নিয়ে আবারও সভায় বসতে যাচ্ছেন ফারুক আহমেদ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবি ভবনে হবে এই বৈঠক। ইতোমধ্যে বোর্ড পরিচালকদের জানানো সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক।

বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণের পর চতুর্থবারের মতো বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। বিসিবির স্ট্যান্ডিং কমিটি, অধিনায়ক ইস্যুসহ, সাকিব আল হাসানের দেশের বাইরে খেলা নিয়ে এই বোর্ড সভায় সিদ্ধান্ত আসতে পারে।

জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। বাকিদের জায়গায় নতুন করে এখনও কেউ পরিচালক হননি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতির পদ ছাড়লেও এখনও বোর্ড পরিচালক পদে আছেন নাজমুল হাসান পাপন। অন্যদিকে জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি ছাড়াও একে একে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকরা।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন
ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের বিরুদ্ধে বিসিবি সভাপতির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
যুবদল নেতাকে কুপিয়ে গলাকেটে হত্যা, চিরকুট উদ্ধার
ছড়িয়ে পড়েছে ফোন নম্বর, বিপত্তিতে তিশা