• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা, প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ২ উইকেট

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ২৯ অক্টোবর ২০২৪, ১৭:১০
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
ছবি-এএফপি

চট্টগ্রাম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর তাতে বাজিমাত করেছে সফরকারী ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম দিনে ৩০৭ রান তুলেছে প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে দক্ষিণ আফ্রিকা। ১৪১ রানে এখনও অপরাজিত রয়েছেন ওপেনার টনি ডে জর্জি।

প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকার হন মারক্রাম।

তৃতীয় উইকেটে ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জর্জি। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে মাঠে নেমেই ফিফটি তুলে নেন টনি ডে। অপর প্রান্ত থেকে ১০৭ বলে ফিফটি তুলে নেন স্টাবস।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন জর্জি। এই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এতে দ্বিতীয় সেশনে ২৮ ওভার ব্যাট করে ৯৬ রান তুলতে পারে সফরকারীরা। তৃতীয় সেশনেও বোলিংয়ে আলো ছড়াতে পারেনি টাইগার বোলাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্টাবসও।

এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ১৯৮ বলে ১০৬ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে জর্জি এবং স্টাবসের মধ্যকার ২০১ রানে জুটি ভাঙে। এরপর জর্জিকে সঙ্গ দেন বেডিংহ্যাম।

শেষ পর্যন্ত ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং টনি ডে জর্জির ২১১ বলের অপরাজিত ১৪১ রানে ভর করে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছেন দক্ষিণ আফ্রিকা। দিনের নির্ধারিত ওভারের থেকে ৯ ওভার আগে খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শর্ত শিথিল
বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করতে বাংলাদেশিদের প্রবেশ করাচ্ছে বিএসএফ: মমতা
ভারতে হিন্দু নারীকে মারধরের ঘটনা বাংলাদেশের বলে অপপ্রচার