• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

যে কারণে দল থেকে ছিটকে গেলেন লিটন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪২
ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টে লিটন দাস নেই, সকালে এমন খবর শুনে অনেকেরই মন খারাপ হয়েছিল। তারা ভেবেছিল, চোট কিংবা ফর্মহীনতার কারণেই হয়তো দলে নেই প্রিয় ক্রিকেটার। কিন্তু না, ভিন্ন কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেননি ৩০ বছর বয়সী এই উইকেটকিপার ও ব্যাটসম্যান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সে তথ্যই জানিয়েছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিটন দাস তীব্র জ্বরে ভুগছেন। সঙ্গে তার শরীরে প্রচণ্ড ব্যথা, শারীরিক দুর্বলতা ও সর্দি-কাশি। বলতে গেলে পুরোপুরি অসুস্থ তিনি।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকেই লিটন উচ্চমাত্রার জ্বরে ভুগছেন। পরে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জানানো হয়, তিনি এই টেস্ট থেকে ছিটকে গেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে লিটন হোটেল কক্ষে আইসোলেশনে রয়েছেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা, বাদ তাসকিন
র‍্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন লিটন দাস
বাড়িতে হামলার ঘটনাটি মিথ্যা, আমরা নিরাপদে আছি: লিটন দাস
বাড়ি পুড়ল মাশরাফীর, ভারতে প্রচার লিটন দাসের