নারী সাফের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
নারী সাফ চ্যাম্পিয়ন শিপের ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ছাড়াও বুধবার (৩০ অক্টোবর) টিভিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।
ক্রিকেট
চট্টগ্রাম টেস্ট–২য় দিন
বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০টা গাজী টিভি ও টি স্পোর্টস
নারীদের বিগ ব্যাশ লিগ
ব্রিসবেন হিট–রেনেগেডস
দুপুর ২টা ১০ মিনিট স্টার স্পোর্টস সিলেক্ট ১
ফুটবল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ফাইনাল
বাংলাদেশ–নেপাল
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট কান্তিপুর ম্যাক্স এইচডি ইউটিউব চ্যানেল
ইন্ডিয়ান সুপার লিগ
হায়দরাবাদ–মোহনবাগান
রাত ৮টা স্পোর্টস ১৮–১
ডাচ এরেডিভিজি
ফেইনুর্ড–আয়াক্স
রাত ১১টা ইউরোস্পোর্ট
আরটিভি/এসআর
মন্তব্য করুন
প্রতিপক্ষকে হাফ ডজন গোলে ভাসিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
প্রথমার্ধে লড়াইটা ছিল সমানে সমান। বরং সার্বিক বিচারে আর্জেন্টিনাকেই মনে হচ্ছিল ছোট দল। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই সেই ভুল ভেঙে দেয় আলবিসেলেস্তেরা। ছয় ছয়টা গোল করে প্রতিপক্ষ কাজাখস্তানকে লজ্জায় ডোবায় তারা। সেইসঙ্গে কেটে ফেলে সেমিফাইনালের টিকিটটাও।
ফিফা ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সোমবার (৩০ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৬-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিটি নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
এদিন প্রথমার্ধে খুব একটা লড়াই-ই করতে পারেনিন আর্জেন্টিনার খেলোয়াড়রা। কাজাখস্তানের ১৪ শটের বিপরীতে তারা নিয়েছিল ১৩ শট। এর মধ্যে কাজাখস্তান ৫টি শট অন টার্গেটে রাখলেও আর্জেন্টিনা রাখতে পেরেছিল মাত্র ৩টি। শেষমেষ প্রথমার্ধের ২০ মিনিট শেষ হয় গোলশূন্য সমতায়।
তবে দ্বিতীয়ার্ধে টার্ফে নেমেই একচেটিয়া আধিপত্য দেখায় আর্জেন্টিনা। সুযোগটা অবশ্য তৈরি করে দেন কাজাখস্তানের গোলরক্ষক হিগুইতা। টানা দুই গোল হজমের পর পোলপোস্ট ছেড়ে আক্রমণে ওঠেন তিনি। তাতে গোলপোস্ট এক রকম ফাঁকা পেয়ে একের পর এক বল জালে জড়াতে থাকেন আর্জেন্টিনার ফুটবলাররা। অন্যদিকে গোলরক্ষকসহ পাঁচজনের সবাই আক্রমণে গিয়ে মাত্র একবার সফল হয় কাজাখস্তান। সেটাও আর্জেন্টিনার গোলরক্ষক গোলপোস্ট ছেড়ে অনেকটা বেরিয়ে আসায়।
ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে গোলরক্ষকের অনুপস্থিতিতে বারে বল সেভ দিতে গিয়ে হাতের স্পর্শ লাগে দওরেন তুরসাগুলভের। তাতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। তবে ফুটবলের মতো ফুটসালে লাল কার্ড দেখলে খেলোয়াড় কমে না। তার পরিবর্তে অন্য একজনকে নামায় কাজাখস্তান। এদিকে পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় আর্জেন্টিনা।
শেষ পর্যন্ত ৬-১ গোলের জয়ে শেষ চারে জায়গা করে নেয় তারা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরেইতা। একটি করে গোল করেন মাতিয়াস রোজা, আনহেল ক্লওদিনো, সেবাস্তিয়ান কোর্সো ও লুকাস বোলো আলেমানি। কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন দওরেন তুরসাগুলভ।
ফাইনালের টিকিট নিশ্চিত করতে আগামী ৩ অক্টোবর ফ্রান্সের মোকাবিলা করতে হবে তাদের। ওই ম্যাচ জিতলে ৮ বছর পর ফের শিরোপা জয়ের হাতছানি থাকবে আর্জেন্টিনার সামনে।
টুর্নামেন্টের আরেক সেমিফাইনালে লড়বে ব্রাজিল-ইউক্রেন। ফাইনাল মাঠে গড়াবে ৬ অক্টোবর।
আরটিভি/এসএইচএম
শেষ মুহূর্তের গোলে ফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল
২০১৬ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টটির দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ফ্রান্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো। ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ।
ফ্রান্সের গোলমুখে আর্জেন্টিনা মোট ৩২টি শট করে, যার ১০টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রান্স করে ৪৪টি শট, যার ৮টিই ছিল লক্ষ্যে। অথচ ম্যাচের প্রথম হাফে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স।
এই ম্যাচটিতে জয় তুলে নেয়ায় ফুটসাল বিশ্বকাপের ফাইনাল রূপ নিলো ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোয়’। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৬ অক্টোবর)।
গত শুক্রবার শেষ ষোলোর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। সেখানে তারা কাজাকিস্তানের বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এবার ফ্রান্সকে হারিয়ে শিরোপায় এক হাত দিয়ে রাখল দলটি।
সবশেষ ২০২১ সালে আসরে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। এবারও তারা শিরোপা জয়ের পথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে। তবে ফাইনালে ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই করতে হবে আলবিসেলেস্তেদের।
আরটিভি/ এমএসআর
হামজাকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
বাংলাদেশের হয়ে শুধু মাঠে নামার অপেক্ষায় ছিল হামজা চৌধুরী। কারণ, বাংলাদেশের পাসপোর্টের পাশাপাশি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছ থেকে অনাপত্তিপত্রও পেয়েছিলেন তিনি। দুদিন আগে হামজার বাংলাদেশ আগমন নিয়ে বার্তাও দিয়েছিল ফিফা। কিন্তু এর মধ্যেই হামজাকে নিয়ে দুঃসংবাদ পেয়েছে বাফুফে।
অনুশীলনের সময় কাঁধের হাড় নড়ে গেছে হামজার। যার ফলে ঠিক কতদিন মাঠে বাইরে থাকতে হবে তা এখনও জানা যায়নি।
লেস্টার সিটির কোচ কুপার বলেন, কাঁধ নড়ে যাওয়া অবশ্যই বড় একটি আঘাত। আশা করি এটা যেমন ভাবছি ওতটা গুরুতর হবে না। আসলে কিছু করার ছিল না। আমরা এখনও এটা নিয়ে কাজ করছি। কতদিন সে বাইরে থাকবে জানি না। সপ্তাহ নাকি মাস, বলতে পারছি না এখনও।
তিনি আরও বলেন, এটি খুবই স্বাভাবিক কাড়াকাড়ি ছিল, ফাউল ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত তার কাঁধ একটি খারাপ পজিশনে পড়ে যায়।
কয়েকদিন আগে ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজে হামজার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা।’
আরটিভি/এমএসআর/এআর
ফুটসাল বিশ্বকাপ / ফাইনাল ম্যাচে রোববার ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা
গত ১৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের তাসখন্দে পর্দা উঠেছিল ফিফা ফুটসাল বিশ্বকাপের দশম আসরের। এবার লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।
রোববার (৬ অক্টোবর) ফাইনালে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এই টুর্নামেন্টে কাগজে-কলমে এগিয়ে রয়েছে ব্রাজিল। কারণ, আগের নয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর মাত্র একবার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
গত বুধবার ফুটসাল বিশ্বকাপের সেমিফাইনালে ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে সেলেসাওরা। সবশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল তারা। দীর্ঘ ১২ বছর পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল।
অন্যদিকে ২০১৬ সালে ফিফা ফুটসাল বিশ্বকাপ প্রথম ঘরে তুলেছিল আর্জেন্টিনা। এবার আরও একটি শিরোপার দ্বারপ্রান্তে রয়েছে আলবিসেলেস্তেরা।
আসরের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। একটি গোল করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো।
আরটিভি/ এমএসআর
আর্জেন্টিনাকে কাঁদিয়ে হেক্সা মিশন সম্পন্ন করল ব্রাজিল
কাতার বিশ্বকাপের পর থেকে সবচেয়ে আলোচিত কয়েকটির বিষয়ের মধ্যে অন্যতম ছিল ব্রাজিলের হেক্সা মিশন। কিন্তু কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের হেক্সা মিশনে ব্যর্থ হন সেলেসাওরা। যার নিয়ে ব্যাপক সমালোচনার শিকার হন ব্রাজিলিয়ান সমর্থকরা। ফুটবলে না পারলেও ফুটসাল বিশ্বকাপের হেক্সা মিশনে সফল হয়েছে ব্রাজিল।
রোববার (৬ অক্টোবর) উজবেকিস্তানের তাসখন্দে ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সেই সঙ্গে হেক্সা মিশনে এবার পুরোপুরি সফল হয়েছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস। আর আর্জেন্টিনার হয়ে একটি গোল করেন মাটিয়াস রোসা।
এদিন ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সেলেসাওরা। দুর্দান্ত আক্রমণে ম্যাচে পঞ্চম মিনিটে মার্সেনিও বাড়ানো বল থেকে আর্জেন্টিনার জালে বল পাঠান ফেরাও। এর খেলায় ফিরতে আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তারা। কিন্তু ১২তম মিনিটে রাফা সান্তোসের গোলে ব্যবধান দ্বিগুন করে ব্রাজিল।
এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে উঠলেও সাফল্য আনতে ব্যর্থ হয় আর্জেন্টাইনরা। যার ফলে ২-০ তে এগিয়ে থেকে বিরতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও আর্জেন্টিনাকে সুযোগ দেয়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষকে চাপে মুখে রাখে তারা। কিন্তু ভালো সুযোগ তৈরি করেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না সেলেসাওরা।
বিপরীতে ৩৮তম মিনিটে মাটিয়াস রোসার গোলে ব্যবধান কমায় আলবিসেলেস্তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ ছয় বারের চ্যাম্পিয়ন হয় সেলেসাওরা। অন্যদিকে দ্বিতীয় শিরোপা ছুঁয়ে দেখা হলো না আর্জেন্টিনার।
আরটিভি/ এমএসআর
তামিমের মতে দেশে যোগ্য কোচ নেই, জবাবে যা বললেন সালাউদ্দিন
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। যেখানে সবশেষ ১০টি আসরের পাঁচবার শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যার ফলে অনেক বিশ্লেষক এবং ক্রিকেটভক্তরা মনে করেন দেশসেরা এই কোচকে জাতীয় দলের দায়িত্ব দিলে সাফল্য আসবে।
তবে বুধবার (৯ অক্টোবর) ভারতে ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ দেশে এখনও তৈরি হয়নি।
জাতীয় দলে দেশি কোচ ইস্যুতে তামিম বলেন, আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।
তামিমের এই মন্তব্যের জবাব দিয়েছেন কোচ সালাউদ্দিন। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে দেশের একটি বেসরকারি সম্প্রচার প্রতিষ্ঠানের অনু্ষ্ঠানে তামিমের এমন মন্তব্যের বিষয় প্রশ্ন করা হয় দেশসেরা এই কোচকে।
জবাবে সালাউদ্দিন বলেন, তামিম হয়তো ঠিকই বলেছে আমাদের যোগ্যতা নেই জাতীয় দলের কোচ হওয়ার। আমি বলতে চাই, এখনও যারা জাতীয় দলে খেলছে বা খেলে গেছেন, তারা তো জাতীয় দলে গিয়ে পারফরম্যান্স করতে শুরু করেনি। তাকে তো সময় দেওয়া হয়েছে, একটা দুইটা সিরিজ বা তার বেশি সময়। তারপর সে রান করছে।
‘তাই আমাদেরও একটু সুযোগ বা সময় দিক সেট হওয়ার জন্য। ক্রিকেটাররা যেমন সময় পেলে ভালো করে, আমাদেরও সময় দিলে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারব।’
এর আগে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি সালাউদ্দিন। কারণ, দীর্ঘদিন ধরে হেড কোচ হিসেবে কাজ করায়, তিনি কারও অধীনে কাজ করতে পারবেন বলে জানিয়েছেন।
আরটিভি/এসআর/এসএ
বিশ্বকাপজয়ী দুই তারকাকে দলে ভিড়িয়ে ঢাকা ক্যাপিটালসের চমক
আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।
নিজেদের প্রথম আসরেই বড় চমক নিয়ে হাজির হয়েছে দলটির ম্যানেজমেন্ট। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। এবার তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান তারকা জনসন চালর্সকে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগেও বিপিএলে খেলেছেন হেলস এবং জনসন। এ ছাড়া দুজনেই জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন।
রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের হয়ে দুই মৌসুমে মাঠ মাতিয়েছেন এই ইংলিশ ওপেনার হেলস। তাকে আবারও দেখা যাবে এবারের বিপিএলে। অন্যদিকে গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন জনসন।
এদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।
দেশি ক্রিকেটারদের মধ্যে তানজিদ হাসান তামিমের সঙ্গেও কথা চলছে ফ্র্যাঞ্চাইজিটির। এর বাইরে সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও ঢাকার জার্সি গায়ে বিপিএলের কয়েকটি ম্যাচে দেখা যেতে পারে বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর থেকে বিপিএলের একাদশ আসর শুরুর কথা রয়েছে। ড্রাফট হবে আগামী ১৪ অক্টোবর। বিপিএলে একাদশ আসরের তিনটি দলে পরিবর্তন আসছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।
আরটিভি/এসআর