• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

রোনালদোর পেনাল্টি মিসে কপাল পুড়ল আল-নাসরের 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১১:১৯
রোনালদো
ছবি-এএফপি

চলতি মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের সেরাটা দিয়ে আল-নাসরকে একের পর এক জয় এনে দিয়েছেন তিনি। কিন্তু অবশেষে ব্যর্থতার তিক্ত স্বাদ পেলেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি পেয়েছিল তার দল, গোল করতে ব্যর্থ হওয়ায় সৌদি আরবের কিংস কাপ থেকে বিদায় নিতে হয়েছে আল-নাসরকে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে আসরের শেষ ষোলোর ম্যাচে আল-তাউয়ুনের কাছে ১-০ গোলে হেরেছে আল-নাসর। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় পর্যন্ত পিছিয়ে থাকার পর যোগ করা সময়ে পেনাল্টি পেয়েছিল আল নাসর; যা কাজে লাগাতে পারলে খেলার ফল অন্যরকম হতে পারত।

নক-আউট টুর্নামেন্টের ম্যাচটিতে ৭১তম মিনিটে গোল করে আল-তাউয়ুনকে এগিয়ে দেন ওয়ালিদ আল-আহমেদ। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়। যোগ করা সময়ে এই আল-আহমেদই নিজেদের বক্সে ফাউল করে আল নাসরকে পেনাল্টি উপহার দিয়েছিলেন। কিন্তু রোনালদো বারের ওপর দিয়ে মারেন। এতেই কপাল পোড়ে আল নাসরের।

এই হারের পর টানা তৃতীয় বছর কিংস কাপ থেকে হতাশ হয়ে বিদায় নিতে হচ্ছে রোনালদোকে। অবশ্য এ মৌসুমে এখনও দুটি শিরোপা জয়ের সম্ভাবনা আছে রোনালদোদের। তবে সৌদি প্রো লিগে আট ম্যাচ শেষেই শীর্ষ দল আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে আল নাসর। এ ছাড়া এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলছে দলটি।

পরের সপ্তাহেই আবার বিগ ম্যাচে নামতে হবে রোনালদোকে। সৌদি লিগের সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের বিপক্ষে মাঠে দেখা যাবে সিআরসেভেনকে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোকে দেখতে সাইকেলে ১৩ হাজার কিমি পাড়ি দিলেন চীনাভক্ত
ডি ব্রুইনাকে আল নাসরে চান রোনালদো
আল নাসরের জয়ের দিনে মৃত বাবাকে গোল উৎসর্গ রোনালদোর
দ্রুততম সেঞ্চুরিতে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড