• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

জামালকে বাদ দিয়ে আংশিক স্কোয়াড ঘোষণা বাফুফের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৬:১২
জামাল ভূঁইয়া
ছবি- সংগৃহীত

আগামী ১৩ ও ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ ১৬ জনের আংশিক দল ঘোষণা করেছেন। এই ১৬ জনের দলে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারী সাফের ফাইনাল থাকায় সকালেই জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলছে বসুন্ধরা কিংস। লিগ শেষে ৩ নভেম্বর দেশে ফিরবেন ফুটবলাররা। এরপরই আরও কয়েকজনের নাম প্রকাশ করবেন বাংলাদেশের হেড কোচ।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার প্রিমিয়ার লিগে কোনো দলে নেই। ব্রাদার্স ইউনিয়নে কয়েক দিন অনুশীলন করলেও রেজিস্ট্রেশন জটিলতা কাটেনি। কোচ দুই দিন আগে জামালের থাকার বিষয় ফিফটি-ফিফটি বলেছিলেন। তবে শেষ পর্যন্ত জামালকে স্কোয়াডে রাখেননি তিনি।

১৬ জন ফুটবলারকে নিয়ে ১ নভেম্বর থেকে ক্যাম্প শুরু করবে। ফুটবলাররা সাধারণত ম্যানেজারের কাছে রিপোর্ট করে ক্যাম্পে। বাফুফে নির্বাচন শেষে নতুন কমিটি হওয়ায় ম্যানেজারের নাম ঘোষণা হয়নি। কোচ ব্যক্তিগতভাবে আমের খানকে দুই ম্যাচে ম্যানেজার হিসেবে চান বলে জানা গেছে।

বাংলাদেশের আংশিক স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা ও সুজন হোসেইন।

ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদি হাসান, শাকিল আহমেদ তপু, রহমত মিয়া, শকিল হোসেইন, ইসা ফয়সাল ও তাজ উদ্দিন।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং ও দিদারুল আলম।

ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি: রোনালদো
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
আহ্সানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ১৬ গোলে হারিয়ে রাবির জয়
সাফজয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলিকে সংবর্ধনা