• ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
logo

শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন 

আরটিভি নিউজ

  ৩০ অক্টোবর ২০২৪, ১৯:৩১
শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন 
ফাইল ছবি

সাফের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি স্বাগতিক নেপাল। দলের শক্তি বাড়াতে একাদশে তাই একটি পরিবর্তন এনেছেন গুরু পিটার বাটলার। ফরোয়ার্ড সাগরিকার জায়গায় খেলছেন শামসুন্নাহার জুনিয়র।

ভুটানকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে সেমিফাইনাল জয় করা বাকি সবাই আছেন আজকের স্কোয়াডে।

আজকের ফাইনালটি নেপালের মেয়েদের জন্য বলা যায় প্রতিশোধের। ২০২২ সালে এ কাঠমান্ডুতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই সুখস্মৃতি নিয়ে আরেকটি ফাইনাল জেতার জন্য মরিয়া দাবিনা-তাহুরারা।

বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন আগেই বলেছেন, আমরা শিরোপা ধরে রাখার জন্য মাঠে নামবো। সবাই নিজের জন্য তথা দেশের জন্য খেলছে। আশা করছি সবাই সফল হতে পারবে।

সানজিদা আক্তার তো গতবারের ছাদখোলা বাসে সংবর্ধনার কথা মনে করিয়ে দিয়েছেন। আজও শিরোপা জিতে তেমন সংবর্ধনা পাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তুরস্কে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি উচিত নয়: টুর্ক
বাংলাদেশে ব্যবসা বাড়াতে আগ্রহী সুইডেন