• ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১
logo

শহর প্রদক্ষিণ করে বাফুফে ভবনে চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২৪, ১৯:৪৫
সংগৃহীত ছবি

তিন ঘণ্টা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাফুফে ভবনে পৌঁছেছে টানা দ্বিতীয়বারের মতো সাফজয়ী বাংলাদেশর মেয়েরা। এই সময়ের পুরোটাই নানাভাবে মেতে ছিলেন সাবিনা-মনিকারা। পুরোট সময় দুই পাশের মানুষ তাদেরকে অভিবাদন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় এয়ারপোর্ট থেকে ছাড়ে চ্যাম্পিয়নদের বহনকারী ছাদখোলা বাসটি। সেসময় সমর্থকরা ফ্লেয়ারের মাধ্যমে রঙিন ধোঁয়া উড়িয়ে সাবিনাদের বরণ করে নেন। বাফুফে ভবনেও ছিল একই চিত্র।

এর আগে বিকেল সোয়া পাঁচটায় বাফুফে ভবনে আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চ্যাম্পিয়নরা বাফুফেতে আসার পর তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে সাবিনাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এদিন দুপুর সোয়া ২টায় ঢাকায় এসে পৌঁছায় বাংলাদেশ দল। সন্ধ্যা ৬টায় বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছায় সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।

আরটিভি/এসএপি/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ভিসা নীতিকে সহজ করল পাকিস্তান
যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ানের সাথে কথা বলবে বাফুফে