নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের
গত মাসে চিলি ও পেরুকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেছে ব্রাজিল। চলতি মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল।
শুক্রবার (১ নভেম্বর) ভেনেজুয়েলা ও উরুগুয়ে ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন হেড কোচ দরিভাল জুনিয়র।
এই দুই ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। দীর্ঘ এক বছরের ইনজুরি কাটিয়ে নেইমার মাঠে ফিরলেও জাতীয় দলের একাদশে নেই এই তারকা ফুটবলারের।
এ ছাড়াও বাদ পড়েছেন তরুণ এনদ্রিক। রিয়াল মাদ্রিদের জার্সিতে এখনও পর্যন্ত সব মিলিয়ে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলে তরুণ তারকা। সবশেষ চার ম্যাচে তাকে মাঠেই নামাননি কোচ আনচেলত্তি। এবার বাদ পড়লেন জাতীয় দল থেকে।
অক্টোবরে বাছাই পর্বে ঘাড়ে ইনজুরির কারণে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে এবারের দলে ফিরেছেন তিনি। ভিনির সামনে জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার সুযোগ। ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন- এমন অবস্থা থেকে তাকে এই পুরস্কারটি দেওয়া হয়নি। এই চরম হতাশাকে সঙ্গে নিয়েই জাতীয় দলের হয়ে খেলতে নামবেন রিয়াল তারকা।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলা ও ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।
বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো (আল নাসর), এডারসন (ম্যানসিটি) এবং ওয়েভার্টন (পালমেইরাস)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যাবনার (লিওঁ), গুইলেরমে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাবরিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি) ও মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট)।
মিডফিল্ডার: অ্যান্দ্রে (উলভারহ্যাম্পন), আন্দ্রেস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম) ও রাফিনহা (বার্সেলোনা)।
ফরোয়ার্ড: এস্তোভাও (পালমেইরাস), ইগোর হেসুস (বোটাফোগো), লুইজ হেনরিক (বোটাফোগো), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানসিটি) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
আরটিভি/এসআর/এসএ
মন্তব্য করুন