• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের শক্তিশালী একাদশ ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৩ নভেম্বর ২০২৪, ১৭:২৮
অস্ট্রেলিয়া-পাকিস্তান
ছবি-এএফপি

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে পাকিস্তান দল। প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল (সোমবার) মাঠে নামবে দুই দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়। তবে ম্যাচের এক দিন আগেই একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।

রোববার (৩ নভেম্বর) এক বিবৃতিতে মেলবোর্নে প্রথম ওয়ানডে খেলতে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পাকিস্তান)।

একাদশে রাখা হয়নি কোনও বিশেষজ্ঞ স্পিনার। পেসার রয়েছেন ৪জন। এই ম্যাচ দিয়েই ফিরছেন বাবর আজম, শাহীন আফ্রিদি ও নাসিম শাহ।

এ ছাড়াও এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের নতুন অধ্যায় শুরু করবেন মোহাম্মদ রিজওয়ান। সম্প্রতি এই উইকেটরক্ষক ব্যাটারকে ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পিসিবি। আর সহ-অধিনায়ক হিসেবে থাকবেন আগা সালমান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডের একাদশ:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, আগা সালমান (সহ অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়সাওয়ালের পর কোহলির সেঞ্চুরি, চালকের আসনে ভারত
দুর্দান্ত প্রত্যাবর্তনে বড় লিডের পথে ভারত
পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান