বিপিএল মাতাতে আসবেন তারকা ফুটবলার এবং হলিউড স্টাররা!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ০১:২৪ পিএম


বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ১১তম আসর। এবারে বিপিএলকে দর্শকবান্ধব করতে আয়োজক কমিটিকে পরামর্শ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকের রোড ম্যাপ তৈরি করেছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তাই তার বৈশ্বিক কানেকশনকে কাজে লাগিয়ে বিপিএলকে আকর্ষণীয় করার চিন্তা করছে বিসিবি। এ নিয়ে তারা কয়েক দফা মিটিংও করে ফেলেছে।

মাঠের বাইরে বিপিএলের আকর্ষণ বাড়াতে এবং বিপিএলের ১১তম আসরকে আরও মাতাতে আসতে পারেন একঝাঁক বিশ্বমানের তারকা। বিশ্বের নামকরা ফুটবলার, ক্রিকেটার এবং হলিউড স্টারদের উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

বিজ্ঞাপন

গতকাল (সোমবার) রাতে গণমাধ্যমের হয়ে ফাহিম বলেন, এবারের বিপিএলকে আকর্ষণীয় করতে উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে ফুটবলের বিশ্ব তারকা, নামী ক্রিকেটার এবং হলিউডের তারকাদের উপস্থিতির সম্ভাবনা আছে। তবে কোন ফুটবল তারকা বা কোন হলিউড স্টারের সঙ্গে কথা-বার্তা চলছে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি। 

বিপিএলে প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে এই পরিচালক আরও বলেন, এ ধরনের ইভেন্টের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে মানুষকে কিভাবে আরও সম্পৃক্ত করতে হয়, মানুষকে উজ্জীবিত করে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, এ বিষয়গুলো আমাদের প্রধান উপদেষ্টার চেয়ে ভালো কেউ জানেন না।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১১তম আসর। আর ৭ ফেব্রুয়ারি ফাইনালের দিন চূড়ান্ত করা হয়েছে। তিনটি নতুন ফ্র্যাঞ্চাইজিসহ মোট ৭টি দল অংশ নিতে যাচ্ছে এবারের বিপিএলে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission