• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৫
পেরু
ছবি- সংগৃহীত

ফুটবল মাঠে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে থাকেন ফুটবলার এবং দর্শকরা। কিন্তু লাতিন আমেরিকার দেশ পেরুতে যা ঘটেছে তা কেউ কখনও কল্পনাও করতে পারেনি। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন।

সম্প্রতি পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। এ সময় জ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ফুটবলার।

সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। এ ছাড়া ঝড়ের কারণে বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে।

ফুটবলাররা সাজঘরে ফেরার সময়ই বজ্রপাতে মৃত্যু হয়েছে ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ়‌ মেসার নামের এক ফুটবলারের। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় দেশটির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সেকারণেই মৃত্যু হয়েছে তার।

আরটিভি/এসআর/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ইসরায়েলের বোমা হামলা, কোমায় লেবাননের নারী ফুটবলার
বন্ধুত্ব পাতিয়ে খাইয়ে দিতেন সায়ানাইড, ভয়ানক সেই সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড 
অক্টোবরে সড়কে ঝরেছে ৪৭৫ প্রাণ