ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ০৩:৪৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ফুটবল মাঠে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে থাকেন ফুটবলার এবং দর্শকরা। কিন্তু লাতিন আমেরিকার দেশ পেরুতে যা ঘটেছে তা কেউ কখনও কল্পনাও করতে পারেনি। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন। 

বিজ্ঞাপন

সম্প্রতি পেরুর দুই ক্লাব জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার খেলা হচ্ছিল হুয়ানকায়ো শহরে। বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখেই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। এ সময় জ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এক ফুটবলার। 

সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ম্যাচের সময়ে বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। এ ছাড়া ঝড়ের কারণে বাধ্য হয়ে রেফারি দু’দলকে নির্দেশ দেন তখনকার মতো মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে।

বিজ্ঞাপন

ফুটবলাররা সাজঘরে ফেরার সময়ই বজ্রপাতে মৃত্যু হয়েছে ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ়‌ মেসার নামের এক ফুটবলারের। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে পড়ে যান। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক। 

এ ঘটনায় দেশটির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সেকারণেই মৃত্যু হয়েছে তার। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |