• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

বিপিএল ২০২৫-এর টাইটেল স্পন্সরের নাম ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
বিপিএল ২০২৫
ছবি: সংগৃহীত

সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক।

বুধবার (৬ নভেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিপিএলের পৃষ্ঠপোষক হওয়ার ঘোষণা দেয় দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।

এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মোহাম্মদ শিরিন উপস্থিত ছিলেন।

এবারের বিপিএল সহযোগী স্পন্সর হিসেবেও থাকছে ডাচ বাংলা ব্যাংকের দুটি মোবাইল ব্যাংকিং শাখা রকেট এবং নেক্সাসপে।

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।

এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।

পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ছাড়া বদল হয়েছে ঢাকার মালিকানা। পুনরায় ফিরে এসেছে দুর্বার রাজশাহী।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়