• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আইপিএলের মেগা নিলামে নাম উঠবে ১৩ বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৬:৪১
আইপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

আইপিএলের ১৮তম আসরের আগে রিটেনশন প্রক্রিয়া শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার পালা মেগা নিলামের। আগামী ২৪ ও ২৫ চলতি নভেম্বর অনুষ্ঠিত হবে দল গোছানোর লড়াই। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম।

এবারের নিলামের জন্য নাম নিবন্ধন করিয়েছেন ১৩ বাংলাদেশি। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতি এই তথ্য নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয় মেগা নিলাম, এক দিনের বদলে তা হয় দুই দিনব্যাপী।

আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন আসরের ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জনকে রিটেইন এবং সব মিলিয়ে ২৫ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। সেই হিসেবে এবারের মেগা নিলামে দল পেতে যাচ্ছে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে ৭০ জন থাকবেন বিদেশি ক্রিকেটার।

মেগা নিলামের আগে সবচেয়ে বেশি ছয়জন ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস। সেই হিসেবে আরও ১৯ জন ক্রিকেটারকে দলে ভিড়াতে পারবে এই দুই ফ্র্যাঞ্চাইজি। এবার দল গঠনের জন্য দলগুলোর বাজেট নির্ধারিত করা হয়েছে ১২০ কোটি ভারতীয় রুপি।

এবারের মেগা নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিজেদের নাম দিয়েছেন। যার ১১৬৫ জন খেলোয়াড় আছেন ভারতের, আর বাকি ৪০৯ জন খেলোয়াড় বিদেশি। এই ৪০৯ বিদেশির মধ্যে বাংলাদেশি আছেন ১৩ জন। তবে এই ১৩ জনের নাম এখনও জানা যায়নি।

বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়ার ৭৬ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। ইংল্যান্ডের ৫২ জন ক্রিকেটার এবং আফগানিস্তানের ২৯ জন ক্রিকেটার নিলামে নাম লিখিয়েছেন। শ্রীলঙ্কারও ২৯ জন ক্রিকেটার রয়েছেন।

এ ছাড়াও নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন, আমেরিকার ১০ জন, আয়ারল্যান্ডের নয় জন, জিম্বাবোয়ের আট জন, কানাডার চার জন, স্কটল্যান্ডের দু’জন ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করছেন। ইতালি এবং সংযুক্ত আরব আমিরাতের এক জন ক্রিকেটারের নামও রয়েছে নিলামের তালিকায়।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
দুর্দান্ত প্রত্যাবর্তনে বাংলাদেশকে লজ্জায় ডুবালো আফগানিস্তান
ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন শান্ত, ছন্দপতন বাংলাদেশের
শান্ত ও সৌম্যর ব্যাটে ছুটছে বাংলাদেশ