• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৯
পাকিস্তান-অস্ট্রেলিয়া
ছবি-এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে হেরেছিল পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ঘুরে দাঁড়িয়েছে ম্যান ইন গ্রিনরা। এই ম্যাচে অজিদের ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। এতে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় ফেরাল সফরকারীরা।

শুক্রবার (৮ নভেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৬৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৪১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে থাকেন দুই পাক ওপেনার সাইম আইয়ুব এবং আব্দুল্লাহ শাফিক। ৫২ বলে ফিফটি তুলে নেন সাইম। বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরির খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন এই তরুণ ব্যাটার। কিন্তু ৭১ বলে ৮১ রান করে ক্যাচ আউট হন তিনি।

অপর প্রান্ত আগলে রেখে ৫৭ বলে ফিফটি তুলে নেন শাফিক। শেষ পর্যন্ত বাবর আজমের ২০ বলের ১৬ রান এবং আব্দুল্লাহ শাফিকের ৬৯ বলে অপরাজিত ৬৪ রানে ভর করে ১৪১ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়ার। জ্যাক ফ্রেসার ম্যাকগ্রাক ১৩ রান এবং আরেক ওপেনার ম্যাথিউ শট ১৯ রানে আউট হন। এরপর অজি শিবিরের হাল ধরার চেষ্টা করেন স্টিভেন স্মিথ। কিন্তু অপর প্রান্ত থেকে উইকেট মিছিল শুরু করে বাকিরা। এতে ১৬৩ রানে আউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন স্মিথ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও শাহিন আফ্রিদি তিনটি, নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন নেন একটি করে উইকেট।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার সিরিজ রক্ষার লড়াই বাংলাদেশের, দেখে নিন সম্ভাব্য একাদশ
বাংলাদেশ সিরিজের মাঝেই অবসরের ঘোষণা নবীর
আফগানিস্তানের বিপক্ষে লজ্জার হারের জন্য যাকে দুষলেন মিরাজ
আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক