বাংলাদেশ সিরিজের মাঝেই অবসরের ঘোষণা নবীর
আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্ট দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চান আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
গতকাল (বৃহস্পতিবার) রাতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে অবসরের ঘোষণা দেন নবী।
এ ছাড়াও অভিজ্ঞ এই অলরাউন্ডারের অবসরের বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে নিশ্চিত করেছেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।
নসিব খান বলেন, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে। চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই।
ওয়ানডে থেকে অবসর নিয়ে নবীর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে।
এ বিষয়ে এসিবি প্রধান বলেন, আমি যা বুঝতে পেরেছি তা হলো, সে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার চালিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এখন পর্যন্ত এটাই পরিকল্পনা।
উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে ২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ফিফটি হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ার শুরু করেন নবী। এখন পর্যন্ত ১৬৫ ম্যাচে ২৭.৩০ গড়ে ৩ হাজার ৫৪৯ রান করেছেন নবি। বল হাতে নিয়েছেন ১৭১ উইকেট।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন