• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৩:০৩

সময়টা মোটেও ভালো যাচ্ছে না টাইগারদের। নিজেদের পছন্দের ফরম্যাটে ওয়ানডেতেও অস্বস্তিতে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাজেভাবে হারের ক্ষত ভুলে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। লজ্জাজনক ৯২ রানের হারে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

সিরিজের বাজে শুরুর পাশাপাশি আঙুলের ইনজুরির কারণে দলের সেরা ব্যাটার মুশফিকুর রহিমকে হারিয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেছেন মুশি। যদিও ফর্মে ছিলেন না তিনি। তবে দলে তার উপস্থিতি বাড়তি অভিজ্ঞতা যোগ করেছিল। বিশেষ করে যখন সাকিব আল হাসান বা তামিম ইকবালের মতো ক্রিকেটাররা দলে নেই।

দ্বিতীয় ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ব্যাটার হিসেবে আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিতে পারিনি। একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে হারের মানে এই নয়, সবকিছু শেষ হয়ে গেছে এবং আমরা ঘুড়ে দাঁড়াতে পারব না। আশা করি, আমরা দারুণভাবে ফিরে আসবো।

সিরিজের প্রথম ম্যাচ হেরে যাবার পরও, আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ১৭টি ম্যাচের মধ্যে ১০টি জয়ী এবং ৭টিতে হেরেছে টাইগাররা।

গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই হারের আগ পর্যন্ত দ্বিপক্ষীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিল টাইগারদের।

ইনজুরিতে ছিটকে যাওয়া মুশফিকুরের বদলি এখনও জানায়নি বাংলাদেশ। যদিও তার জায়গায় পরিবর্তন হওয়া স্বাভাবিক। ‘ডু অর ডাই’ ম্যাচে টাইগার একাদশে এক বা দু’টি পরিবর্তন আসতে পারে ।

সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদউ ল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাইজুলের থ্রোতে রান আউট হজ, খেলায় ফিরল টাইগাররা
অস্ট্রেলিয়ার উদ্যোগে মাঠে ফিরছেন আফগানিস্তান নারী ক্রিকেটাররা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে র‍্যাংকিংয়েও অবনমন বাংলাদেশের 
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের