• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৫:৫৫
ছবি: সংগৃহীত

সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হারের ক্ষত ভুলে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। আরব আমিরাতের শারজাহতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

শনিবার (৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ছোট লক্ষ্য তাড়ায় শুরুতে জয়ের পথেই ছিল বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল টাইগাররা। তবে ৩ উইকেটে ১৩১ থেকে আর ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর দল। লজ্জাজনক ৯২ রানের হারে মাথা নিচু করে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

সিরিজে ফিরতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচে আঙুলের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। মুশফিকের পরিবর্তে একাদশে ঢুকেছেন কিপার জাকের আলি। এর মাধ্যমে ওয়ানডে অভিষেক হচ্ছে জাকেরের। একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার রিশাদ হোসেন। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

আগের ম্যাচের জয়ী একাদশে কোনো পরিবর্তন আনেনি আফগানিস্থান।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, জাকের আলি, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আল্লাহ মোহাম্মদ ঘাজানফার, নাঙ্গেয়ালিয়া খারোটে, ফজল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার উদ্যোগে মাঠে ফিরছেন আফগানিস্তান নারী ক্রিকেটাররা
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে র‍্যাংকিংয়েও অবনমন বাংলাদেশের 
শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় আফগানিস্তানের
গুরবাজের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটছে আফগানিস্তান