• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

তাবিথ আউয়াল নিলেন দুটি কমিটি, বাকিরা কে কোন দায়িত্ব পেলেন?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৭
বাফুফে
ছবি- সংগৃহীত

গত ২৬ অক্টোবর নির্বাচনের মধ্য দিয়ে ১৬ বছর পর নতুন সভাপতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নির্বাচনের পর বাফুফের প্রথম সভাতেই স্ট্যান্ডিং কমিটি পুনর্গঠন হয়েছে। যেখানে দুটি কমিটি নিজের দায়িত্বে রেখেছেন তাবিথ আউয়াল। আর লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে সদ্য নির্বাচিত সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে।

শনিবার (৯ নভেম্বর) বাফুফের নবনির্বাচিত কমিটির প্রথম সভায় বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছে। সেখানেই লিগ কমিটির চেয়ারম্যান করা হয়েছে ইমরুল হাসানকে।

লিগ কমিটি বাফুফের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটির একটি। দেশের শীর্ষ ও টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ক্লাবের সভাপতিকে লিগ কমিটির চেয়ারম্যান মনোনীত করায় কাজী সালাউদ্দিন বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার নতুন সভাপতি তাবিথ আউয়ালও সেই পথেই হাঁটলেন।

এদিকে বাফুফের আরেক আলোচিত পদ ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। যার জন্য নিজেকে যোগ্য হিসেবে বিবেচনা করেছেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। ফিন্যান্স কমিটির পাশাপাশি জাতীয় দলের কমিটিও নিজের অধীনে রেখেছেন তিনি।

অন্যদিকে বাফুফে সহ-সভাপতিদের মধ্যে নাসের শাহরিয়ার জাহেদী ডেভলপমেন্ট, ফাহাদ করিম মার্কেটিং, সাব্বির আহমেদ আরেফ ঢাকা মহানগরী ফুটবল কমিটির দায়িত্ব পেয়েছেন। দ্বিতীয় সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হওয়া ওয়াহিদ উদ্দিন চৌধুরি অ্যানিকে কোনো কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়নি।

এ ছাড়াও সদস্যদেরও বিভিন্ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। মহিলা কমিটির চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে মাহফুজার আক্তার কিরণকেই।

বাফুফের প্রথম সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাহী কমিটির সদস্য ও মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি স্ট্যান্ডিং কমিটি নিয়ে বলেন, আজকের সভায় শুধুমাত্র ফিন্যান্স কমিটির মেয়াদ ৪ বছর নির্ধারিত হয়েছে। বাকি কমিটিগুলো এক বছরের জন্য। এক বছর পর মূল্যায়নের প্রেক্ষিতে রিনিউ হবে।

আসুন এক নজরে দেখে নিই কে কোন কমিটির চেয়ারম্যান হলেন :

ফিন্যান্স কমিটির চেয়ারম্যান- তাবিথ আউয়াল
ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান- তাবিথ আউয়াল
লিগ কমিটির চেয়ারম্যান-ইমরুল হাসান
মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান- মাহফুজা আক্তার কিরণ
মার্কেটিং কমিটির চেয়ারম্যান- ফাহাদ করিম
ঢাকা মহানগর ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান- সাব্বির আরেফ
মিডিয়া কমিটির চেয়ারম্যান- আমিরুল ইসলাম বাবু
পাইওনিয়ার কমিটির চেয়ারম্যান- টিপু সুলতান
টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান- কামরুল ইসলাম হিল্টন
স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান- বিজন বড়ুয়া ও গোলাম গাউস
অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যান- মঞ্জুরুল করিম
অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ কমিটির চেয়ারম্যান- ছাইদ হাসান কানন
জেলা ফুটবল কমিটির চেয়ারম্যান- ইকবাল হোসেন
ডিএফএ মনিটরিং কমিটির চেয়ারম্যান- দুলাল
প্রকিউরমেন্ট কমিটির চেয়ারম্যান- জাকির হোসেন চৌধুরী

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি
নতুন ১৮ সদস্য নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা
জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর দিলেন বিপিসি চেয়ারম্যান
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন