• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

শান্তর পর মাহমুদউল্লাহর বিদায়, ছন্দপতন বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০৯ নভেম্বর ২০২৪, ১৯:০৯
বাংলাদেশ-আফগানিস্তান
ছবি-এসিবি

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সিরিজ রক্ষার মিশন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম দিকে ভালো খেললেও শেষ দিকে ১১ রানের ব্যবধানে হৃদয়, শান্ত এবং মাহমুদউল্লাহ আউট হলে ছন্দ হারিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৮৭ রান। জাকের আলী ২ রান এবং মাসুম আহমেদ ১ রানে ব্যাট করছেন।

শনিবার (৯ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করেছিলেন সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৭ বলে ২২ রান করে আউট হন এই বাঁ-হাতি ব্যাটার। আগের ম্যাচের নায়ক গজানফরের প্রথম শিকার হন তিনি।

এতে দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তিনে ব্যাট করতে নেমে সৌম্য সঙ্গ নিয়ে রান করতে থাকেন শান্ত। দুজনে মিলে ৭১ রানের জুটিতে গড়েন। কিন্তু ফিফটির আক্ষেপ নিয়ে ফেলেন সৌম্য। ১৯তম ওভারে পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই টাইগার ওপেনার।

কিন্তু এক প্রান্ত আগলে রেখে ৭৫ বলে ফিফটি তুলে নেন নাজমুল। তাকে যোগ্য সঙ্গ দেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১৫০ রান পার করে টাইগাররা। এরপর আর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। ৩৩ বলে ২২ রান করে আউট হন এই টাইগার অলরাউন্ডার।

এদিকে বল ডট দিলেও পিচে থেকে লড়াই করেছিলেন শান্ত। কিন্তু ১১৯ বলে ৭৯ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন টাইগার অধিনায়ক। ৯ বলে ৩ রান করে তাকে সঙ্গ দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহও। এতে ছন্দ হারায় বাংলাদেশ।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে কোরিয়ান যুবক, গ্রহণ করলেন ইসলাম ধর্ম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ নভেম্বর)
তাইজুলের থ্রোতে রান আউট হজ, খেলায় ফিরল টাইগাররা
লুইয়ের ফিফটি, ধীর গতিতে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ