• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

শেষ মুহূর্তে বাতিল হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশের অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ নভেম্বর ২০২৪, ১৪:৫৯
চ্যাম্পিয়ন্স ট্রফি
ছবি- সংগৃহীত

আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামীকাল (সোমবার) লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণার কথা থাকলেও শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল করেছে আইসিসি। মূলত, ভারত সরকারের দল না পাঠানোর সিদ্ধান্তে বিপাকে পড়েছে পিসিবি।

গতকাল (শনিবার) এক প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে যে, ভারত সরকার দলকে পাকিস্তানে পাঠানোর অনুমতি দিচ্ছে না।

এ কারণে, প্রতিবেশী দেশ পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে না। এমতাবস্থায় আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) টুর্নামেন্টটি আয়োজনের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, যেখানে কিছু ম্যাচ পাকিস্তানে এবং অন্য ম্যাচগুলো একটি বিকল্প ভেন্যুতে হতে পারে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এই মডেলের সম্ভাব্য আয়োজক হিসেবে শীর্ষে রয়েছে। এ ছাড়া শ্রীলঙ্কাকেও সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক কর্মকর্তা বলেন, সূচি এখনও নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূচি নিয়ে ইতোমধ্যে প্রচুর কাজ করলেও শেষ পর্যন্ত হাইব্রিড মডেলের দিকে ঝুঁকতে বাধ্য হতে পারে। এতে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

গত এশিয়া কাপেও হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এরপরই ভারতের অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ। তবে পিসিবির বিশ্বাস ছিল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে রোহিত-কোহলিরা।

কিন্তু শেষ পর্যন্ত পিসিবির চিন্তাকে ভুল প্রমাণ করছে বিসিসিআই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে কোনোভাবেই তারা পাকিস্তানে যেতে চায় না। ২০০৮ সালের জুলাই থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েনে পাকিস্তান সফরে আসেনি ভারত।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বক্সঅফিস কাঁপানো ভারতীয় ৫ সিনেমা
ভারতে আটক ১৩ বাংলাদেশির পরিচয় মিলল
দেশে আসছে ভারত থেকে ২৪ হাজার টন চাল
সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ২ যুবক আটক