• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৬:২৯
সাবিনা
ছবি- সংগৃহীত

গত ৩১ অক্টোবর সাফজয়ী ফুটবলারদের জন্য ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছাদখোলা বাসে সংবর্ধনা শেষে বাফুফে ভবনে অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দিয়েছিলেন তিনি।

সেই পুরস্কারের টাকা সাবিনা-মারিয়া-তহুরাদের দিতে বেশি দেরি করেনি জাতীয় ক্রীড়া পরিষদ। ১১ দিনের মাথায় চ্যাম্পিয়ন দলের ৩২ সদস্যের নামে আলাদা আলাদা (৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা) চেক বাফুফের কাছে হস্তাস্তর করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

এ ছাড়াও নতুন কমিটির প্রথম সভায় মেয়েদের জন্য দেড় কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বাফুফে। খুব তাড়াতাড়ি সেই টাকাও সাবিনারা হাতে পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছে পুরস্কার ঘোষণা করেছিল বাংলেদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এবার নারী ফুটবলারদের ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণ দেয় বিসিবি। ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর বিসিবির আর্থিক পুরস্কার ছিল ৫০ লাখ টাকা।

গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ছে স্বাধীন বাংলা ফুটবল দলের সম্মানী ভাতা, কমিটি গঠন 
দেশে ক্রীড়াঙ্গনের যত আলোচিত ঘটনা
এনসিএল টি-টোয়েন্টিতে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল?
জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে বিশপের সুপারিশ