• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

ভালো শুরুর পর ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৭:১৩
বাংলাদেশ-আফগানিস্তান
ছবি-এসিবি

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এ দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল টাইগাররা। কিন্তু পাওয়ার প্লের শেষ দিকে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। মেহেদী হাসান মিরাজ ৬ রান এবং তাওহীদ হৃদয় ৫ রানে ব্যাট করছেন।

সোমবার (১১ নভেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। দুজনের ব্যাট থেকে আসে ৫৩ রান। ২৩ বলে ২৪ রান করে অষ্টম ওভারের তৃতীয় বলে বোল্ড আউট হন সৌম্য। এরপর পিচে ধরে রাখতে পারেননি তামিমও।

পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ নবীকে কাভার পয়েন্টের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। ১৯ রান করেন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত বদলে একাদশে জায়গা পাওয়া জাকির হোসেনও। ৭ বলে ৪ রান করে রান আউট হন তিনি। এতে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

আরটিভি/এসআর-টি


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় সংবাদমাধ্যমের মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়
সার আমদানির ঋণপত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ
ভারতে শেখ হাসিনার ১০০ দিন: কীভাবে রয়েছেন, সামনেই বা কী?
ঘরের মাঠে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ