গুরবাজের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটছে আফগানিস্তান
বাংলাদেশের বিপক্ষে অঘোষিত ফাইনালে ২৪৫ রানের লক্ষ্য পেয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটছে আফগানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৩ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৪২ রান। রহমানুল্লাহ গুরবাজ ৮২ রান এবং আজমতুল্লাহ ওমারজাই ২১ রানে ব্যাট করছেন।
সোমবার (১১ নভেম্বর) চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং সেদিকুল্লাহ আতাল। দুজনের ব্যাট থেকে আসে ৪১ রান। অষ্টম ওভারে চতুর্থ বলে সেদিকুল্লাহকে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন অভিষিক্ত পেসার নাহিদ রানা।
কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন আরেক ওপেনার গুরবাজ। রহমত শাহ (৮) এবং হাশমতুল্লাহ শহীদি ৬ রানে আউট হলেও ৬০ বলে ফিফটি তুলে নেন গুরবাজ। আজমতুল্লাহকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে টানতে থাকেন তিনি।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন