ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার লিখিত ব্যাখ্যা চায় পিসিবি
আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। আর এতেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। তাই ভারতীয় দলের পাকিস্তানে না যাওয়ার লিখিত ব্যাখ্যা পেয়েছে পিসিবি।
দুদিন আগেই দেশটির গণমাধ্যম দাবি করেছিল, ভারতকে ছাড়াই আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পিসিবি। শুধু তাই নয়, ভবিষ্যৎতে ভারতের সঙ্গে যেকোনো টুর্নামেন্টে না খেলার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
এ বিষয়ে সরকার সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একজন জানিয়েছিলেন, কোনো টুর্নামেন্টেই আমরা ভারতের সঙ্গে খেলব না, যতক্ষণ না ওরা পাকিস্তানে এসে খেলতে চাইবে। এর মধ্যে আছে আইনি ব্যবস্থা এবং বাদ যাচ্ছে না অলিম্পিক গেমসও।
২০৩৬ অলিম্পিক আয়োজনে মরিয়া ভারত কয়েক দিন আগে আগ্রহ প্রকাশ করে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে (আইওসি) চিঠি পাঠিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন সিদ্ধান্তেও বাগড়া দেবে পাকিস্তান। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভারত সরকারের আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে রাজনীতিকরণ নিয়ে আইওসির কাছে বক্তব্য তুলে ধরবে তারা।
এবার সেই পথেই হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে তারা জানতে চেয়েছে পাকিস্তানে এসে খেলতে না চাওয়ার বিষয়ে বিসিসিআই কি শুধু মৌখিকভাবে বলেছে? আর লিখিত দিলে সেটার কপি চেয়েছে নাকভির ক্রিকেট বোর্ড।
এ ছাড়াও তারা আইসিসির কাছে চিঠি পাঠিয়ে পিসিবি জানিয়েছে, ভারত ঠিক কী কারণে পাকিস্তানে আসতে চায় না তার লিখিত ব্যাখ্যা চায় তারা। যাতে তাদের লিখিত তথ্যর ওপর ভিত্তি করে পাকিস্তান সরকার এবং আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করতে পারবে। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান।
মূলত, কোনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া করতে চায় না পাকিস্তান। কারণ, ভারত ব্যতীত বাকি দলগুলো পাকিস্তানে আসতে কোনো আপত্তি করেনি। সাম্প্রতিক সময় ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দলেরই সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। তাই ভারতের নিরাপত্তার অজুহাত দেখানোকে মেনে নিতে পারছে না পিসিবি।
এক সূত্রের বরাত দিয়ে ক্রিকেট পাকিস্তান আরও জানিয়েছে, ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে আসতে অস্বীকার করে এবং আইসিসি তা যদি মেনে নেয়। তাহলে ভারতকে ছাড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন