• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

প্যারাগুয়ে ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৩:৫১
আর্জেন্টিনা
ছবি-এএফপি

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২০ নভেম্বর পেরুর বিপক্ষে খেলবে মেসিরা। কিন্তু তার আগে বড় দুঃসংবাদ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছিলেন তিনি। তবে মাঠে নামার আগেই বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার।

এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। দুদিন আগে ঘরের মাঠে আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্টিনেজ।

এই বছরে আর্জেন্টিনার খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। ২০২২ সালে জয় করা বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন।

মার্টিনেজের জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে তিনি শুরুর একাদশে ছিলেন শুধু সবশেষ ম্যাচে গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে। দলে ডাক পেয়েই জরুরী ভিত্তিতে ফ্রান্স থেকে আর্জেন্টিনায় উড়াল দিয়েছেন এই ডিফেন্ডার।

আসন্ন বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং একটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিনে থাকা উরুগুয়ে এবং চারে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৬ করে।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ ও জিরোনিমো রুল্লি।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনজালো মনতিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জেরমান পেৎ্‌জেল্লা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ডার: এনজো ফেরনান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ইজিকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভান্নি লো সেলসো, এনজো বারেনেচেয়া, থিয়াগো আলমাদা, ফাকুন্দো বুয়োনানতে ও নিকোলাস পাজ।

ফরোয়ার্ড: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও ভালেন্তিন কাসতেয়ানোস।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
যেসব ‘অপরাধে’ নিষিদ্ধ হলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার
জাতীয় দলে কবে খেলবেন, জানালেন সাকিব