• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৩৪
তামিম
ছবি-এএফপি

ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণার আগেই মিরপুরে অনুশীলন শুরু করেছিলেন তামিম ইকবাল। অনেকেই ভেবেছিল জাতীয় দলে ফিরতেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। তবে এক সাক্ষাৎকারে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন দেশসেরা এই ওপেনার। বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন বলে জানিয়েছিলেন তামিম।

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। কিন্তু তার আগেই ২২ গজে ফিরবেন তামিম। আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আসন্ন এই টি-টোয়েন্টি লিগ দিয়ে আবারও মাঠে ফিরবেন তিনি।

বুধবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। তিনি বলেন, তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংশগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।

তামিমও এই টুর্নামেন্ট খেলতে চায় বলে জানিয়েছেন এই নির্বাচক। তার ভাষ্য, এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

মূলত, দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে এমন টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল শুরুর আগে বড় ধাক্কা ঢাকা শিবিরে
নাহিদ রানার যত্ন করতে বললেন শন টেইট
সাকিব দেশের হয়ে খেলতে পারছে না এটা আমাদের ব্যর্থতা: সুজন
বিপিএলে সাইফউদ্দিনের অংশগ্রহণ নিয়ে যা জানা গেল