• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

জিকোকে ছাড়াই মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২৪, ১৮:০৩
জিকো
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের একাদশে জায়গা পাননি দলের নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

মালদ্বীপের বিপক্ষে এবার দুই ধাপে খেলোয়াড়দের ক্যাম্পে ডাকেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম ধাপে গোলরক্ষক আনিসুর রহমানকে না ডাকলেও পরেরবার ১১ ফুটবলারের সঙ্গে ডাক পান তিনি।

কিন্তু প্রথম ম্যাচে গোলপোস্টের নিচে মিতুল মারমার ওপরই আস্থা রাখছেন কোচ। এর আগে সর্বশেষ ম্যাচে ভুটানের বিপক্ষেও গোলকিপার ছিলেন মিতুল।

এ ছাড়াও আক্রমণভাগে রাকিব হোসেনের নেতৃত্বে আরও থাকছেন মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

বাংলাদেশ একাদশ: তপু বর্মণ (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম, মিতুল মারমা, ‍মোহাম্মদ শাকিল আহমেদ তপু, সোহেল রানা, মোহাম্মদ ঈসা ফয়সাল, সৈয়দ শাহ কাজেম কিরমানি ও মোহাম্মদ সাদ উদ্দিন।

আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
আমেরিকান প্রবাসী জায়ানের সঙ্গে যেসব কথা হলো বাফুফের
চীন-বাংলাদেশের গণমাধ্যমের যোগাযোগ বাড়াতে দিনব্যাপী আয়োজন