• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪৯
শ্রীলঙ্কা-বাংলাদেশ
ছবি- সংগৃহীত

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দেশের ক্রিকেটের পাইপলাইন শক্ত করতে মনোযোগ দিয়েছে বিসিবি। যার অংশ হিসেবে অনূর্ধ্ব-১৯, এইচপি এবং বাংলা টাইগার্সকে নিয়ে একাধিক টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দল।

চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ দলের ক্রিকেটাররা। এই সফরে দলের কোচ হিসেবে থাকছেন তুষার ইমরান। স্বাগতিকদের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আগামী ২৪ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এই সফর। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম তিনদিনের ম্যাচ, পরের দুটি ম্যাচ ৬ এবং ৮ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

এই সিরিজে অংশ নিতে বাংলাদেশি কিশোরদের সামনে কঠিন চ্যালেঞ্জ থাকবে, কারণ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ পর্যায়ে শক্তিশালী দল।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি উদ্যোক্তাদের মিশন: বিশ্বব্যাপী হালাল ইন্টারনেটের উন্মোচন
এদেশের মাটিতেই স্বৈরাচারের বিচার হবে: ডা. শফিকুর রহমান 
স্যাম কনস্টাসের কোচ বাংলাদেশি তাহমিদ ইসলাম
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক