• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মিরপুরে রংপুর রাইডার্সের অনুশীলন, কোচের ভূমিকায় আশরাফুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৩:২৪
রংপুর রাইডার্স
ছবি- সংগৃহীত

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। এই টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য গ্লোবাল সুপার লিগে অংশ নেবে বসুন্ধরা গ্রুপের দলটি।

আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের। ইতোমধ্যে ম্যাচের সূচিও ঘোষণা করেছে আয়োজকরা। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের পরিবর্তে অংশগ্রহণ করবে রংপুর রাইডার্স।

রংপুর ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হ্যাম্পশায়ার হকস, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস। হ্যাম্পশায়ার ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের অন্যতম সফল দল। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (বৃহস্পতিবার) থেকে অনুশীলন শুরু করেছে রংপুর।

মিরপুর শের-ই-বাংলা মাঠের একাডেমি প্রাঙ্গণে এদিন সকাল সকাল হাজির হন ক্রিকেটাররা। নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, আফিফ হোসেন, আরাফাত সানিরা উপস্থিত ছিলেন প্রথমদিনের অনুশীলনে। এ ছাড়া রংপুরের কোচের ভূমিকায় দেখা গেল মোহাম্মদ আশরাফুলকে।

রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মাহেদী, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড) এবং জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত
দোকান ভাড়া ২ লাখ, কিন্তু সরকার পায় ৭-৮ হাজার টাকা: ক্রীড়া উপদেষ্টা
গ্লোবাল সুপার লিগকে যেভাবে দেখছেন রংপুরের অধিনায়ক
সাকিবের সঙ্গে চুক্তি না করার কারণ জানাল রংপুর রাইডার্স