• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

আইসিসির উচিত ভারত-পাকিস্তানের আয়োজক স্বত্ব বাতিল করা: রশিদ লতিফ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৪৭
ভারত-পাকিস্তান
ছবি- সংগৃহীত

আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। যার ফলে অনিশ্চয়তায় পড়েছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে এবার আর ছাড় দিতে চায় না পাকিস্তান। পিসিবি ভারতকে বয়কট করতে যাচ্ছে এমন দাবি পাকিস্তান গণমাধ্যমের।

দুই দেশের এই সম্পর্কের টানাপোড়নে বিপাকে পড়তে হচ্ছে বাকি দলগুলোর। তাই পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ মনে করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেওয়া। যতক্ষণ পর্যন্ত দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা না মেটায়।

২০০৮ সালের পর পাকিস্তানে যায়নি ভারত ক্রিকেট দল। গত এশিয়া কাপেও হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এরপরই ভারতে অনুষ্ঠিত হয় ওয়ানডে বিশ্বকাপ। তবে পিসিবির বিশ্বাস ছিল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে রোহিত-কোহলিরা।

কিন্তু শেষ পর্যন্ত পিসিবির চিন্তাকে ভুল প্রমাণ করছে বিসিসিআই। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারি সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে জানিয়েছে।

আইসিসির কাছ থেকে জানার পর ক্ষোভে ফেটে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। ভারতকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন এবং ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো প্রতিযোগিতায় না খেলার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এ বিষয়ে বার্তা সংস্থা পিটিআইকে রশিদ লতিফ বলেছেন, পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এ জন্য আমি কাউকে দোষারোপ করতাম না। তুমি যদি (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। আমি সিদ্ধান্ত নেয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।

ভবিষ্যতের অচলাবস্থা কাটাতে লতিফ আইসিসিকে একটি পরামর্শ দিয়েছেন, আমার মতে, ভারত-পাকিস্তান দুই দেশের আয়োজক স্বত্ব স্থগিত করা উচিত। যত দিন না তাদের ঝামেলা মেটে, একটা সমাধান না আসে।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে দায়ী করে সাবেক এই ক্রিকেটার বলেন, প্রথমবারের মতো বলছি, দায়টা এখানে বিসিসিআইয়ের। তারা যে কারণ দেখায়, সেটা খুবই দুর্বল। আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারতেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আট দলের অংশগ্রহণে এসব ম্যাচ পাকিস্তানের করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থা সংকটাপন্ন
ব্রহ্মপুত্রের উজানে বৃহত্তম বাঁধ নির্মাণ করবে চীন, শঙ্কায় বাংলাদেশ-ভারত
সীমান্তে ভারতীয় খাঁসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত