হারের ম্যাচে ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ , ১১:২৪ এএম


হারের ম্যাচে ব্রাজিলিয়ান রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতে লাউতারো মার্টিনেজ গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া একটি দুর্দান্ত বাইসাইকেল কিকে সমতা আনেন এবং পরে ওমার আলডেরেটের হেডার আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ের ম‍্যাচে শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে ২-১ ব‍্যবধানে হেরেছে আর্জেন্টিনা। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝেড়েছেন লিওনেল মেসি। 

ম্যাচের ৩৩ মিনিটের ঘটনা। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো।

বিজ্ঞাপন

ব্যাপারটা মোটেই ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠেই রাগ ঝেড়েছেন। এরপর সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

তিনি বলেন, অনেক কিছুই বলতে পারি…কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো, তাতে অজুহাত মনে হবে না এবং লোকেও এভাবে ভাববে না। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি। ফলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এসব থেকে আমি অনেক কিছুই শিখেছি। কোনো কিছু সঠিক প্রমাণ করতে এসব অজুহাতের মতো শোনায় এবং লোকেও অন্যভাবে দেখে। তাই এসব পেছনে ফেলে আসাই ভালো।-যোগ করেন তিনি।

বিজ্ঞাপন

দারোঙ্কা ২০১৪ সালে ফিফার তালিকাভুক্ত রেফারি হন। ২০১৮ বিশ্বকাপের রেফারিদের তালিকায় তাকে রেখেছিল ফিফা। তবে এবার কোপা লিবার্তদোরেসে শেষ ষোলোয় রেসিং-রিভার প্লেট ম্যাচে তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে-ইকুয়েডর ১০ম রাউন্ডের ম্যাচেও বিতর্কিত রেফারিং করেছেন দারোঙ্কো।

আরটিভি/একে/এসএ
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission