ভিনিসিয়ুসের পেনাল্টি মিস এবং ড্র করা নিয়ে যা বললেন রাফিনিয়া
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। প্রথমে এগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র, তাই পয়েন্ট হারাতে হয়েছে দলকে। যার কারণে ম্যাচে শেষে হতাশা প্রকাশ করেছেন দলটির একমাত্র গোলদাতা রাফিনিয়া।
পয়েন্ট হারানোর আক্ষেপ নিয়ে গণমাধ্যমে রাফিনিয়া বলেন, এটা বেদনাদায়ক। কারণ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় এবং আমি মনে করি, আমরা ম্যাচটা জিততে পারতাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ভেনেজুয়েলার মাঠে ১-১ ড্র করেছে ব্রাজিল। প্রথমার্ধের শেষদিকে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়ার দুর্দান্ত ফ্রি-কিকে লিড নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর স্বাগতিকরা সমতায় ফিরলেও ম্যাচের ৫৯তম মিনিটে হতাশ করেন ভিনিসিয়ুস।
গত মাসে বাছাইয়ের দুটি ম্যাচে চিলি ও পেরুকে যথাক্রমে ২-১ ও ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তাতে দলটির বাজে সময় পেরিয়ে ছন্দে ফেরার আভাস মিলেছিল। কিন্তু তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে এবার হোঁচট খেল তারা। ম্যাচের ৬৭ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখলেও দরিভালের দল শুরুর আক্রমণের ধার বজায় রাখতে পারেনি।
তাই সতীর্থদের উন্নতির ধারা জারি রাখার বার্তা দিয়েছেন ক্লাব ও জাতীয় দলে দারুণ ছন্দে থাকা এই ফুটবলার, আমরা জানতাম যে ম্যাচটা কঠিন হবে, তাদের দলটাও মানসম্পন্ন। কিন্তু মাঝে মাঝে ম্যাচের ভেতরের ঘটনার জন্য বিষয়টা কঠিন হয়ে পড়ে, যদি আপনি সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতে ব্যর্থ হন। জয়ের পথে ফিরতে হলে আমাদের পরিশ্রম করে যেতে হবে।
ড্র করলেও দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে ব্রাজিল। ১১ ম্যাচে পাঁচ জয়, দুই ড্র আর চার হারে তাদের অর্জন ১৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ দলের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ভেনেজুয়েলা। তাদের নামের পাশে ১২ পয়েন্ট।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন