• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

দেশের ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২৪, ১৪:০২
ক্রীড়া পরিষদ
ছবি- সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা ৯টি ফেডারেশনের বর্তমান কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই ৯টি ফেডারেশন হলো—দাবা, ব্রিজ, হকি, অ্যাথলেটিকস, বাস্কেটবল, স্নুকার অ্যান্ড বিলিয়ার্ড, টেনিস, স্কোয়াশ ও কাবাডি।

গত ৩০ আগস্ট ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া উপদেষ্টার কাছে জমা দেন।

সেখান থেকে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়।

হকি ফেডারেশনের নতুন সভাপতি করা হয়েছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে লে. কর্নেল রিয়াজুল হাসানকে (অব.)। এ ছাড়া, দাবার সভাপতি সুজা উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান সুমন। আর ডা. শামীম নেওয়াজকে বাস্কেটবলের সভাপতি এবং মেজর আতিকুল হাফিজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিন টেনিসের ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। কাবাডির সভাপতি ময়নুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ। অ্যাথলেটিক্সের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক এবং সাধারণ সম্পাদক শাহ আলম।

ব্রিজের সভাপতি মাহবুবুর রহমান এবং সাধারণ সম্পাদক নাইমুল হাসান। স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান উজ জামান এবং সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম।

অন্যদিকে বিলিয়ার্ড ও স্নুকারের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়াসাত করিম ভুঁইয়া।

আরটিভি/এসআর/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে শিবিরের শুভেচ্ছা
আবরার ফাহাদের নামে স্টেডিয়ামের নামকরণ করল ক্রীড়া পরিষদ
শহীদদের স্মরণ করে দেশের তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন
ঢাবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা