• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৬

বাংলাদেশের বিপক্ষে আগামী ২২ নভেম্বর থেকে অনুষ্ঠেয় দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ১৫ সদস্যের দলে নেই অলরাউন্ডার জেসন হোল্ডার। তার জায়গায় দলে এসেছেন আরেক অলরাউন্ডার অ্যান্ডারসন।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ তাদের সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছিল। সেই স্কোয়াড থেকে চারটি পরিবর্তন এনেছে তারা। দলে ফিরেছেন কেভিন সিনক্লেয়ার এবং আলজারি জোসেফ।

২২ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দুই দল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে মুখোমুখি হবে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড:

ক্রেইগ ব্রাফেট, জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

আরটিভি/ডিসিএনই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার বাংলাদেশের মেয়েদের 
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের জন্যই খেলবেন জ্যোতি
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ