গ্লোবাল সুপার লিগকে যেভাবে দেখছেন রংপুরের অধিনায়ক
আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। ইতোমধ্যে ম্যাচের সূচিও ঘোষণা করেছে আয়োজকরা। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হিসেবে দেখছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
সোমবার (১৮ নভেম্বর) তার নেতৃত্বে রংপুরের স্কোয়াডের ৯ জন স্থানীয় ক্রিকেটার বেশ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে দেশ ছাড়বেন। যাওয়ার আগে শনিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহান।
সেখানে এই টুর্নামেন্ট নিয়ে সোহান বলেন, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। আমাদের জন্য শেখার অনেক বড় প্রক্রিয়া। আমরা হয়তো খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। যেহেতু এই টুর্নামেন্ট খেলছি, এরপর এনসিএলে টি-টোয়েন্টি আছে, বিপিএল আছে।
গ্লোবাল সুপার লিগে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। তাই এই এই টুর্নামেন্টকে ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হিসেবে দেখছেন রংপুরের অধিনায়ক।
তার ভাষ্য, আমার কাছে মনে হয় যে, এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে। আশা করি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হবে। বাংলাদেশের হয়ে কোন ফ্র্যাঞ্চাইজি দল দেশের বাইরে যাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় অনেক বড় পাওয়া আমাদের জন্য।
তিনি আরও বলেন, ওভার অল এ বছর অনেক বেশি টি-টোয়েন্টি খেলতে পারব। যেহেতু ওখানে পাঁচটা ভালো মানের দল আছে, আমার কাছে মনে হয় অনেক প্রতিদ্বিন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে পারব। যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে।
এই টুর্নামেন্টকে সামনে রেখে বেশ কয়েক সপ্তাহ ধরে মিরপুরে অনুশীলন করছে রংপুর। নিজেদের প্রস্তুতির ব্যাপারে রংপুর অধিনায়ক বলেন, সত্যি বলতে আমরা জাতীয় লিগের ম্যাচ খেলছিলাম। শেষ চার দিন একসঙ্গে অনুশীলন করেছি। আমার কাছে মনে হয় ওখানে গিয়ে তিন-চার দিন অনুশীলনের একটা সুযোগ পাবো।
‘আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, গায়ানার উইকেট ও বাংলাদেশের উইকেট কিছুটা একই। কোচ মিকি আর্থারের সঙ্গে কথা হয়েছে পুরো দলের, কী পরিকল্পনা নিয়ে আমরা যেতে পারি এবং কেমন পরিস্থিতি হতে পারে সেটার একটা ধারণা সবাই পেয়েছে। ওখানে যাওয়ার পর তিন চারদিন অনুশীলনের সুযোগ পাবো, সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’
এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে নিজেদের জার্সি উন্মোচন করে রংপুর রাইডার্স। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম এবং অধিনায়ক সোহান।
রংপুর রাইডার্স স্কোয়াড: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মাহেদী, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), খুসদিল শাহ (পাকিস্তান), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড) এবং জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)।
আরটিভি/এসআর-টি
মন্তব্য করুন